উত্তর প্রদেশে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ ডিসেম্বর ২০১৯) : ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী চলমান বিক্ষোভে উত্তর প্রদেশে ছয় জন নিহত হয়েছে। শুক্রবার বিক্ষোভের সময় এই নিহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে উত্তর প্রদেশ পুলিশ। তাদের দাবি, নিহতদের কেউই পুলিশের গুলিতে মারা যায়নি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিজনর এলাকায় দুজন, সামবাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে নিহত হয়েছে। তবে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মিরাট এলাকায় দুজন নিহত হয়েছে।
বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি নাগরিকত্ব আইন সংশোধন করেছে ভারত। আইনটি শুরু থেকেই মুসলিমবিরোধী আখ্যা পেয়েছে। বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব একাধিক রাজনৈতিক দল। চলছে দফায় দফায় বিক্ষোভ।
ভারত জুড়ে চলা এই বিক্ষোভের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে উত্তর প্রদেশ। বৃহস্পতিবার লক্ষ্ণৌ ও সামবালে বিক্ষোভের সহিংসতায় তিনজন মারা যাওয়ার পর শুক্রবার পুরো উত্তর প্রদেশই থমথমে হয়ে পড়ে। আগের দিনের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৩৫০ জনকে আটক করে পুলিশ।
শুক্রবার সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয় বিক্ষোভ। দিনভর বিক্ষোভ শেষে রাজ্য পুলিশের তরফ থেকে ছয় জনের মৃত্যুর খবর জানানো হয়। তবে রাজ্য পুলিশের মহাপরিচালক ওপি সিং দাবি করেন, নিহতদের কেউই পুলিশের গুলিতে মারা যায়নি। তিনি বলেন, আমরা একটা গুলিও ছুড়িনি। যদি কোনও গুলি চলে থাকে তাহলে তা বিক্ষোভকারীদের দিক থেকেই হয়েছে।
এর আগে আসামে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে বিক্ষোভে ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। শুক্রবারের নিহতের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর জানা গেলো।