গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের পর গাজীপুর নগর যুবলীগ সভাপতি মেরাজুল বারী মেরাজকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

বুধবার সন্ধ্যায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম বদরুদ্দোজা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশ’ টাকা জরিমানা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর আগেও তিনি কারাভোগ করেছেন বলে জয়দেবপুর থানা পুলিশ জানিয়েছে।

গাজীপুর নগর আওয়ামী লীগ সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া এ যুবলীগ নেতার পরিচয় নিশ্চিত করে বলেন, মেরাজুল বারী মেরাজ (৪২) নগরীর ভুরুলিয়া এলাকার মো. সামসুদ্দোহার ছেলে।

গাজীপুরের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১ সদস্যরা জেলা শহরের বিলাশপুর এলাকা থেকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মিরাজকে গ্রেপ্তার করে।

রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারের পর রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আরো কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানান এই মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা।

জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বছর দুয়েক আগে একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ