সিটি কর্পোরেশন নির্বাচন, আ.লীগের মনোনয়ন নিয়েছেন ৮০৯ জন
আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ ডিসেম্বর ২০১৯) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মোট ৮০৯ জন আবেদন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে। এদিন একই সময়ের মধ্যে আবেদন ফরম জমা দিতে হবে।
ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের পুরাতন ভবনে উত্তর এবং নতুন ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আবেদন ফরম বিতরণ করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, আজ মোট ৮০৯ জন কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিতে আবেদন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে উত্তরে নিয়েছেন ৩৩৬ জন এবং দক্ষিণে ৪৭৩ জন।