রিয়ালে অনুশীলন শুরু বেলের
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দলবদলের বাজারে সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল তার নতুন ক্লাব রিয়াল মাদ্রিদে অনুশীলনে যোগ দিয়েছেন।
বুধবার অনুশীলনে এলে তাকে স্বাগত জানান রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পরে অন্যান্য ক্লাব সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি।
রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ওয়েলসের এই ফুটবলারের অনুশীলনের ছবি দেয়া হয়েছে।ওয়েবসাইটে বলা হয়, বেল প্রথমে ব্যক্তিগত কিছু শারীরিক অনুশীলন করেন। এরপর তিনি মাঠে অন্য ফুটবলারদের সঙ্গে যোগ দেন।
গত মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ওয়েলসের ম্যাচের শেষ ৩০ মিনিট খেলেন জুলাই মাস থেকে খেলার বাইরে থাকা বেল। ওই ম্যাচে ৩-০ গোলে সার্বিয়ার কাছে হারে তার দল।
অনেক দিন পর মাঠে নামতে পেরে উচ্ছ্বসিত রেকর্ড দশ কোটি ইউরো ট্রান্সফার ফিতে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া বেল।
সার্বিয়ার বিপক্ষে খেলা শেষে টুইটারে তিনি লিখেন, “অবশেষে আজ (মঙ্গলবার) রাতে খেলায় ফিরতে পেরে দারুণ লাগছে। যদিও ম্যাচের ফলাফল ছিল আমাদের জন্য লজ্জাজনক। এখন মাদ্রিদের (রিয়াল মাদ্রিদ) হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
শনিবার লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বেলের অভিষেক হতে পারে ওই ম্যাচে।
তবে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান মনে করেন, পুরো ৯০ মিনিট খেলার মতো সুস্থ নন বেল।
কোলম্যানের ধারণা, ভিয়ারিয়ালের বিপক্ষে বেলকে রিয়াল পুরো ম্যাচ খেলানোর চেষ্টা করলে তা ‘বিপজ্জনক’ হতে পারে।