ঢাকা বারে সভাপতি-সা. সম্পাদকসহ ১০ পদে বিএনপির প্রার্থীদের জয়
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ মার্চ) : ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২০-২১) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপি–সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জিতেছেন। নীল প্যানেলর প্রার্থীরা মোট ১০টি পদে জিতেছেন।
আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতিসহ মোট ১৩টি পদে বিজয়ী হয়েছেন।
গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির এই ভোট নেওয়া হয়। ১৮ হাজার ১৫০ জন ভোটারের সর্বমোট ৯ হাজার ২৯৯ জন আইনজীবী ভোট দেন। ভোট গ্রহণ শেষে শুক্রবার রাতে ভোট গণনা শুরু হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মুন্সি ফখরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
বিএনপি–সমর্থিত নীল প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, কোষাধ্যক্ষ আব্দুল আল মামুন, অফিসবিষয়ক সম্পাদক এইচ এম মাসুম। নীল প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন ইয়াছিন মিয়া, মো. আবদুল বাসেত রাখী, কাজী আফরোজা সুলতানা আজহার উদ্দিন, মো. তানভীর হাসান সোহেল ও সাদেকুল ইসলাম ভূঁইয়া।
অপরদিকে আওয়ামী–সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাদের, সহসভাপতি ইমাম হোসেন মঞ্জু, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহসাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান, লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সমাজকল্যাণ সম্পাদক শায়লা পারভিন পিয়া।