থানা পুলিশ কর্মকর্তরাও অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে
ডেস্ক প্রতিবেদন, এবিসিনিউজবিডি, ঢাকা (১ এপ্রিল) : চীনের পর যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্্রান্স, ইরান, যুক্তরাজ্য ও ভারতের পর বাংলাদেশের অনেক এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৬ জনের প্রানহানির খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৪ জন। পুরো দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি বাড়ানো হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত। চলছে অঘোষিত লকডাউন। সরকারসহ সব মহল থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তা এতে জোড়ালোভাবে অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, তারা অসহায় দিনমজুরদের পাশেও দাড়িয়েছেন। কাজ বন্ধ হয়ে যাওয়া মানুষদের মুখে দু’মুঠো আহার তুলে দিতে চাল, ডাল তেল, আলু ও সাবানসহ হ্যান্ডওয়াস ও মাস্ক বিতরন করছেন। প্রায় প্রতিদিনই এসব কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন।
রাজধানী ঢাকার ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান সাজ্জাদ প্রতিদিন তারা থানা এলাকায় অসহায় দিনমজুরদের মাঝে চাল ডাল ও তেলসহ নানা ধরনের খাদ্য সামগ্রি বিতরণ করছেন। সড়কে সড়কে হ্যান্ড মাইক দিয়ে সকলকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশণা দিচ্ছেন।