আইজিপি বেনজীর, র‌্যাবের ডিজি মামুন

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ এপ্রিল ২০২০) : মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) মহাপরিচালক বেনজীর আহমেদ। অপরদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুওে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা বেনজীর আহমেদকে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা প্রজ্ঞাপন জারি করে। বেনজীর আহমেদ হলেন দেশের ৩০তম আইজিপি। একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এবিসিনিউজবিডিকে বলেন, বেনজীর আহমেদ এবং আব্দুল্লাহ আল মামুনের পদোন্নতির সারসংক্ষেপ গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বুধবার সকালে এই সারসংক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌছায়। এর পরই প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে ১৩ এপ্রিল। জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হচ্ছেন বেনজীর আহমেদ। আর বেনজির আহমেদ এর স্থলাভিষিক্ত হলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ