‘মাজেদকে গ্রেফতার মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার’

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ এপ্রিল ২০২০) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর যেসব দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের খুঁজে বের করে দণ্ডাদেশ কার্যকরের অপেক্ষায় ছিলাম, তাদেরই একজন ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বলেন, গ্রেফতারের পর মাজেদকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী এখন তাকে কারাগারে পাঠানো হচ্ছে। আমি মনে করি মাজেদকে গ্রেফতারের বিষয়টি মুজিববর্ষে এ দেশের মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার।

মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবদুল মাজেদের স্ত্রী সালেহা বেগম ক্যান্টনমেন্ট আবাসিক এলাকার একটি বাসায় থাকেন। সেখানেই মাজেদ অবস্থান করছিলেন। আমাদের গোয়েন্দা তথ্য ছিল। আশা করছি আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা তার দণ্ডাদেশ কার্যকর করতে পারবো।

আসাদুজ্জামান খাঁন বলেন, শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, আবদুল মাজেদ জেল হত্যায়ও জড়িত ছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। জিয়াউর রহমানের আশির্বাদে বিভিন্ন দূতাবাসে চাকরি করেছেন। আওয়ামী লীগ ১৯৯৭ সালে ক্ষমতায় আসার সময় মাজেদ আত্মগোপনে চলে যান। তবে তার ওপর গোয়েন্দা নজরদারি ছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ