ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডিজিটাল নববর্ষ উদযাপন
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ এপ্রিল ২০২০) : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের বাহক পয়লা বৈশাখ এবার এসেছে বিষাদময় চিত্তে। সামাজিক দুরত্ব রক্ষা করে এই সময়ে করোনাভাইরাসমুক্ত সুস্থ বাংলাদেশ তথা সারা বিশ্বের মুক্তির প্রত্যাশায় ব্যতিক্রমী নববর্ষ উদযাপন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘ইনফরমেশন স্টাডিজ এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট’ বিভাগ।
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে অনলাইন প্লাটফর্ম জুম (তঙঙগ) এর মাধ্যমে ঘরে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে ভিডিও কনফারেন্সে পালিত হয়েছে এবারের পয়লা বৈশাখ। বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগমের সার্বিক দিকনির্দেশনায় নাচ, গান, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, ‘গেম শো’সহ বিভিন্ন প্রাণোচ্ছল কর্মকান্ড এক মিলনমেলায় পরিণত হয়েছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ পরিবার।
এই ডিজিটাল উদ্যোগে সাড়া দিয়ে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিভাগের এমন আয়োজন তাদের নতুন উদ্যমে এগিয়ে চলার অনুপ্রেরণা।
ইউনিভার্সিটির ‘ইনফরমেশন স্টাডিজ এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট’ বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম এসময় শিক্ষার্থীদেও কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন বার্তা দেন। বিভাগের অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের ঘরে থাকার অনুরোধ জানান।
ড. দিলারা নববর্ষ উপলক্ষে বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ম মেনে আনন্দ করতে শেখাই। আশা করি নতুন বছরের নতুন ভোর আমাদের জন্য আশার প্রদীপ জ্বালিয়ে দেবে। সামনের বৈশাখে আমরা মিলিত হব করোনামুক্ত নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা নিয়ে।
করোনা মোকাবিলার অংশ হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের আশপাশের সুবিধাবঞ্চিত মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছে বলেও জানান দিলারা বেগম।