আইজিপির দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ এপ্রিল ২০২০) : আনুষ্ঠানিকভাবে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নিয়েছেন বেনজীর আহমেদ। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিদায়ী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মইনুর রহমান চৌধুরী, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

চলচ্চিত্র পরিচালক রিজভী আহমেদ এর অভিনন্দন

র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ আইজিপি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করায় চলচ্চিত্র পরিচালক-প্রযোজক রিজভী আহমেদ অভিনন্দন জানিয়েছেন। আজ গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন পত্রে তিনি বলেন, অত্যন্ত সৎ ও দক্ষ এই পুলিশ কর্মকর্তাকে প্রধানমন্ত্রী যে দায়িত্ব অর্পণ করেছেন, তা প্রধানমন্ত্রীর বিচক্ষনতা। প্রধানমন্ত্রী তার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আর বেনজির আহমেদ তার ওপর অর্পিত নতুন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্হেই পালন করবেন বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ