আরো ৭ জনের মৃত্যু, ৪ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ এপ্রিল ২০২০) : করোনা ভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা। তারা সবাই ঢাকার বাসিন্দা।

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগী পাওয়া গেছে ৪১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে।

এখন পর্যন্ত সারাদেশে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মধ্যে ৮৫ শতাংশ ঢাকা সিটি ও বিভাগ মিলে। মোট আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ ও ৩২ শতাংশ মহিলা।

এদিকে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে।

বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৪১৬টি নমুনা। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ