৫ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা, মৃত ১৪৫

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ এপ্রিল ২০২০) : করোনা ভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগী পাওয়া গেছে ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৪১৬ জনে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি।

তিনি আরো জানান, নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪১৬ জনে।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও পাঁচজন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

মৃতদের মধ্যে চারজন রাজধানীর এবং একজন ঢাকার দোহারের বাসিন্দা। এদের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশুও রয়েছে। এ শিশুটি কিডনিজনিত সমস্যায় (নেফ্রোটিক সিনড্রোম) ভুগছিল। এরই মধ্যে তার করোনা পজিটিভ আসে। বাকিদের মধ্যে ষাটোর্ধ্ব একজন এবং পঞ্চাশোর্ধ্ব তিনজন রয়েছে বলেও বুলেটিনে জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ