‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচির ঘোষণা ইশরাকের
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ এপ্রিল ২০২০) : পবিত্র রমজান উপলক্ষে নগরীর প্রায় ১০ হাজার দুস্থ মানুষের মুখে প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দিতে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামের একটি কর্মসুচি ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আড়াই হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর প্রস্তুতি রেখে ঢাকায় বসবাসকারী আরো ১০ হাজার বিত্তবান মানুষকে সাথে নিয়ে ৫০০ টাকা করে ডোনেশনের মধ্য দিয়ে একটি তহবিল গঠনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভ্যারিফাইড ফেসবুক পেইজ এ লাইভে এসে এই আহ্বান জানান।
তিনি বলেন, ঢাকার ১০ হাজার মানুষ ৫০০ টাকা করে ডোনেট করে তহবিল গঠনের মধ্য দিয়ে গঠন করবে একটি ত্রাণ তহবিল। যার নাম দেন ‘প্রজেক্ট ঢাকা এইড’।
করোনায় লকডাউন হয়ে যাওয়ায় যারা খুব অসহায়ভাবে দিনযাপন করছেন তাদের কথা উল্লেখ করে ঢাকার অন্তত ১০ হাজার বিত্তবানকে একসাথে হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে বসবাসকারী প্রায় ২ কোটি মানুষের মধ্যে মাত্র ৫০০ টাকা করে ডোনেট করতে পারে এমন মানুষের সংখ্যা অনেক।
তিনি বলেন, একটা ভাল কাজ অর্থাৎ ঢাকার অসহায় ১০ হাজার মানুষের পাশে দাঁড়াতে আমরা ১০ হাজার মানুষ একত্রিত হয়ে একটা তহবিল গঠন করতে চাই। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ এই উদ্যোগের ঘোষণা দেন তিনি।