করোনা যুদ্ধে জয়ী সাংবাদিককে পুলিশের ফুলেল শুভেচ্ছা
তাসনীয়া আজাদ, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ মে ২০২০) : আহাদ হোসেন টুটুল। দীপ্ত টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। সচিবালয়সহ গুরুত্বপূর্ণ বিটে কাজ করেন। চ্যানেলটির একটি টক শো উপস্থাপনও করেন তিনি। সদা হাস্যোজ্জল এই মানুষটি প্রায় তিন সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন। আইডিসিআর’এ থেকে করোনা পজেটিভ জানানোর পর থেকে রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়া পাড়ার বাসায় আইসোলশনে (সঙ্গ নিরোধ) যান তিনি। করোনা যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয়ে চিকিৎসকের নির্দেশমতো খাওয়াদাওয়া, ঔষধ সেবন, শারীরিক অনুশীলন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন। ‘করোনা আক্রান্ত’ তবুও কোন হতাশা তাকে স্পর্শ করেনি। তবে বাসভবনের আশ-পাশে বসবাসকারী কিছু মানুষের আচরণে কষ্ট পেয়েছেন তিনি। অবশ্য মিরপুর থানা পুলিশের পক্ষ থেকে এসময় মাইক যোগে জানিয়ে দেয়া হয়.. ‘আইসোলশনে থাকা সাংবাদিক বা তার পরিবারকে কোন প্রকার হেনস্থা করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।’
১৪ দিনের সেলফ আইসোলশনে থাকার পর আহাদ হোসেন টুটুলের নতুন করে দু’বার স্যাম্পল পরীক্ষা করে আইডিসিআর’এ। দু’বারই করোনা ন্যাগেটিভ আসায় আজ (শনিবার) সন্ধ্যায় তার বাসভবনের সামনে থেকে লকডাউন তুলে নেয়া হয়। লকডাউন তুলে নেয়ার সময় মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাজিরুর রহমানের পক্ষ থেকে টুটুলকে করোনা জয়ী হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে, লকডাউনে ফুলের সব দোকান বন্ধ থাকায় মিরপুর মডেল থানার বাগানে ফোটা ফুল দিয়ে তৈরী করা একটি ফুলের তোরা দিয়ে টুটুলকে তার বাসভবনের সামনে শুভেচ্ছা জানান মিরপুর থানার এস.আই খোকন মিয়। এসময় স্থানীয় প্রতিবেশিরাও উপস্থিত ছিলেন। বিষয়টিতে আবেগ আপ্লুত টুটুল মিরপুর থানা কর্মকর্তা এবং প্রতিবেশিদের ধন্যবাদ জানান। শুকরিয়া আদায় করেন সৃষ্টিকর্তার প্রতি।