আনোয়ার হোসেন আর নেই

anwar hosen আনোয়ার হোসেনবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্ধ শতকেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে সরব পদচারণার পর জীবনের যবনিকা টেনেছেন পর্দার নবাব আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই অভিনেতার। তার বয়স হয়েছিলো ৮২ বছর।

স্কয়ার হাসপাতালের চিকিৎক ডা. মির্জা নাজিমুদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “রাত প্রায় আড়াইটার দিকে তিনি মারা যান।”

বর্ষীয়ান এই অভিনেতা অসুস্থতা নিয়ে গত ১৮ অগাস্ট হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ পর চিকিৎসকরা জানান, তেমন বড় কোনো সমস্যা নয়।

সমস্যা কাটিয়ে ওঠেন ওই সপ্তাহেই।

বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষায় তার পিত্তথলীতে পাথর থাকার বিষয়টি সন্দেহ করছিলেন তার তত্ত্বাবধানকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছিলেন, অস্ত্রোপচারের মতো শারীরিক অবস্থা না থাকায় এভাবেই থাকতে হবে তাকে।

বৃহস্পতিবার বিকালে আনোয়ার হোসেনের তার অবস্থার খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি তার পরিবারের সদস্যদের ১০ লাখ টাকা অনুদানও দেন।

আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালে ময়মনসিংহে।১৯৫০ সালে জামালপুর সরকারি স্কুল থেকে এসএসসি এবং পরে আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

১৯৫৮ সালে ‘তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।

২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।

তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কাঁচের দেয়াল (১৯৬৩), বন্ধন (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০), রংবাজ (১৯৭৩), ধীরে বহে মেঘনা (১৯৭৩), রুপালী সৈকতে (১৯৭৭), নয়নমণি (১৯৭৭), নাগর দোলা (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সূর্য সংগ্রাম (১৯৭৯) ইত্যাদি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ