শ্রমিক নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয়তাবাদী দল সমর্থিত শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রুদ্ধদ্বার এই সভা হয়।
এতে দলীয় চেয়ারপারসন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, আন্দোলন ও শ্রমিক সমস্যা নিয়ে শ্রমিক নেতাদের মতামত শোনেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জাফরুল হাসান খানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানের দুই শতাধিক নেতা-কর্মী এই বৈঠকে অংশ নেন।
শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন আবুল কাশেম চৌধুরী, মজিবুর রহমান, আবুল কালাম আজাদ, কাজী শেখ নূরুল্লাহ, কোহিনুর মাহমুদ, আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, মোস্তাফিজুল করীম মজুমদার, আরসাদুজ্জামান বাবুল, আমীর হোসেন ভুঁইয়া, ফিরোজ উজ জামান, মনিরুল ইসলাম, খোকা মিয়া, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, আবদুল কাদের, জয়নাল আবেদীন, ফিরোজা খাতুন, লুৎফর নাহার লতা, হানিফ শেষ প্রবাস চন্দ্র মন্ডল প্রমুখ।
সভায় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সদ্য কারামুক্ত নেতারা বিরোধীদলীয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।