করোনা আক্রান্ত এনটিভির আরিফ সুস্থ হয়ে উঠছেন
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ মে ২০২০) : ‘করোনায় করনীয়’ শীরোনামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন এনটিভির সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান। করোনা ভাইরাসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য বা তাগিদ নিয়ে এ অনুষ্ঠানটি প্রচার করছিলো এনটিভি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা, উপস্থাপক-সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান নিজেই এখন করোনা আক্রান্ত।
আরিফুর রহমান গত ২৬ এপ্রিল করোনা আক্রান্ত হন। এই দিন তার করোনা সনাক্ত হয়। প্রথমে তিনি সেলফ আইসোলশনে ছিলেন বাসায়। তবে ক’দিন আগে নিঃশ্বাস নিতে একটু কষ্ট অনুভব করায় তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে কেবিন ব্লকে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। নিয়মিত তিনি খাওয়া-দাওয়া করছেন। চিকিৎসকরাও সার্বক্ষনিক তার খোঁজ-খবর রাখছেন। ঔষধ-পত্র সেবন করছেন নিয়মিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য আরিফুর রহমান যাতে দ্রুত সুস্থ হয়ে আবার পেশায় ফিরতে পারেন, সবার মাঝে ফিরতে পারেন, সেই জন্য সবার কাছে দোয় চেয়েছেন।