ঈদ কেনাকাটায় খুলছে না বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ মে ২০২০) : ঈদকে সামনে রেখে ১০ মে থেকে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমল খোলার ঘোষণা থাকলেও ঢাকার সবচেয়ে বড় দুইটি শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ অনেক মার্কেট-বিপনি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শপিং মল খোলা রাখলে দেশে করােনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়তে পারে এমন আশঙ্কায় মানুষের সুরক্ষার কথা ভেবে শপিংমল দুটো বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বসুন্ধরা শপিং মলটি না খোলার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার দুপুরে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, বসুন্ধরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। মানবতার কথা চিন্তা করেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই তিনি মানুষের পাশে আছেন। শপিং মল না খোলা তার আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত।

এদিকে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জানায়, ঈদবাজারে শপিংমলে ভিড়ে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। এই আশঙ্কা থেকেই ঈদকে ঘিরে শপিংমল না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা আরও জানান, মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। সবদিক বিবেচনা করে মার্কেটের দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যমুনা গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে যমুনা গ্রুপ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ