স্বাস্থ্যবিধি মেনে তারাবিসহ ৫ ওয়াক্ত নামাজ পড়া যাবে মসজিদে

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ মে ২০২০) : স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার জোহর থেকে দেশের সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ ওয়াক্ত ও তারাবিহ নামাজ আদায় করা যাবে।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ বিষয়ে কিছু শর্ত উল্লেখ করে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার যোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিগণ মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারবে। তবে মসজিদের কার্পেট বিছানো যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পড়ে মসজিদে আসতে হবে।

প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ তিন ফুট পরপর দাঁড়াতে হবে, এক কাতার অন্তর অন্তর দাঁড়াতে হবে। শিশু-বৃদ্ধ বা যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় হ্যান্ড স্যানিটাইজার বা সাবান রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে। মসজিদে ইফতার ও সেহরীর আয়োজন করা যাবে না।

এমন শর্তসাপেক্ষে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচজন নিরাপদ দূরত্ব বজায় রেখে এতেকাফ এর জন্য অবস্থান করতে পারবেন। করোনাভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য ইমামগণকে অনুরোধ করা হয়েছে এই প্রজ্ঞাপনে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ