শাহজাহানপুরে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ মে ২০২০) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে রাজধানীর শাহজাহানপুরে ৫ শতাধিক অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পবিত্র রমজানের খাদ্য-সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সম্পাদক ও শাহজাহানপুর থানা ছাএলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বি.এম ফরহাদ অংকুর।
সোমবার (১১ মে) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরহাদ অংকুর তার নিজ উদ্যোগে শাহজাহানপুরের আমতলা, বেনজির বাগান ও ইনকাম ট্যাক্স কোয়ার্টার এলাকায় এ খাদ্য-সামগ্রী বিতরণ করেন। করোনার কারনে কর্মহীন হয়ে পড়া এলাকার দরিদ্র জনগোষ্ঠি, ফুটপাতের ব্যবসায়ী, রিক্সাওয়ালা ও ছিন্নমূলের অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হতে রমজানের খাদ্য-সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এর আগে লকডাউন শুরুর পর থেকেই ফরহাদ অংকুর তার একক প্রচেষ্টায় শাহজাহানপুরের কয়েকটি বস্তিতে চাল, ডাল, তেল, চিনি, লবন ও ছোলা-মুড়ি পৌঁছে দেন। স্থানীয় অসহায় মানুষদের জন্য তার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ফরহাদ অংকুর অনলাইন নিউজ পোর্টাল এবিসিনিউজবিডি.কমের অন্যতম পরিচালক।