স্রোতের কারণে মওয়ায় পারাপার ব্যাহত

Munshiganj Mawa ferry মাওয়া ফেরি. যানজটjpgরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পদ্মায় তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে শুক্রবারও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এই পথের ১৬টি ফেরির মধ্যে ১০টি দিয়ে পারাপার চালু রেখেছে কর্তৃপক্ষ। ঝুঁকির কারণে কম শক্তির ছয়টি ফেরি বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে গত তিন দিনের মতো শুক্রবার ছুটির দিনও উভয় পারে প্রায় চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।

নদীতে ট্রলার চলাচল প্রায় বন্ধ , তবে স্পিডবোপে পারাপার চলছে।

মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, বৃহস্পতিবার বিকাল থেকে দুর্বার নামে একটি টাগ বোটের সাহায্যে ফেরি পারাপার করা হচ্ছে।

বিঅইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “তীব্র স্রোতের কারণে কোনো নৌযানই স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। আগে যেখানে কাওড়াকন্দি থেকে মাওয়ায়ে ফেরি পৌঁছাতে সোয়া ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় লঅগত, এখন সেখানে ৪ থেকে ৫ ঘণ্টা লাগছে। এতে যানযটের সৃস্টি হচ্ছে।”

এদিকে পদ্মার আকস্মিক ভাঙ্গনে মাওয়ায় লঞ্চঘাট এলাকার একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় একটি মাত্র সিঁড়ি দিয়ে ঝুঁকি নিয়ে লঞ্চে যাত্রী ওঠানামা করা হচ্ছে। শুক্রবার সকালে পুরাতন ফেরিঘাট এলাকায় নতুন করে ভাঙ্গন দেখা দেয়ায় মাওয়া-ভাগ্যকুল-দোহার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ