একদিনে আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৩০

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ মে ২০২০) : কোভিড-১৯ (করোনাভাইরাস) গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া একদিনে নতুন করে আরও ৯৩০ জনের দেহে কোভিড-১৯’এর সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত মোট রোগী শনাক্ত হলো ২০ হাজার ৯৯৫ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। ঢাকা ও ঢাকার বাইরের মোট ৩৩ টি ল্যাবে আগের কিছু নমুনা মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি।

ডা. নাসিমা বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা জানান, আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। গত ২৪ ঘন্টায় যে ১৬ জন মারা গেছেন, তারা সবাই পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ত্রিশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব, ছয়জন পঞ্চাশোর্ধ্ব, তিনজন ষাটোর্ধ্ব এবং একজন সত্তরোর্ধ্ব।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত চার হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও বুলেটিনে জানানো হয়।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ