সহশিল্পীর অসহায় পুত্রের দায়িত্ব নিলেন জায়েদ খান
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ মে ২০২০) : ‘আমার এই ছেলেটা আর বৃদ্ধ মা ছাড়া দুনিয়াতে কেউ নেই। সন্তান পৃথিবীতে আসার আগেই আমাদের ডিভোর্স হয়ে যায়। তিন বছর ধরে অনেক কষ্ট করে ছেলেকে বড় করছি। তার জন্মদাতা বাবা খবর রাখে না। অনেক কষ্টে আমাদের দিন কাটে। এখন একমাত্র লক্ষ্য ছেলেকে মানুষ করা। তবে সেই সামর্থ্য আমার নেই।’—এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলেন সহশিল্পী রিজিয়া আখতার বন্যা।
‘আশা ভালোবাসা’, ‘কাজের মেয়ে’, ‘মৃত্যু যন্ত্রণা’সহ অসংখ্য চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে কাজ করেছেন বন্যার মা রাখি আখতার। মায়ের পথ ধরেই চলচ্চিত্র যাত্রা করেন বন্যা। অনেক স্বপ্ন নিয়ে বন্যা চলচ্চিত্রে আসেন। ‘ধূমকেতু’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘পাংকু জামাই’সহ ২০টির মতো চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ৩০টি নাটক ও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন বন্যা।
সহশিল্পীরা দিনমজুরিতে এক-দু’হাজার টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকেন। সামান্য এই আয়ে কোনোমতে চলতো তার সংসার। করোনার কারণে চলচ্চিত্রের কোনো কাজ নেই। যে কারণে আয়ের পথ বন্ধ হয়ে গেছে। রিজিয়া আখতার বন্যার এমন করুণ পরিণতিতে তার একমাত্র সন্তান তানভীর হোসেন আয়ানের সমস্ত দায়িত্ব নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
গতকাল শনিবার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে আয়ানকে নিয়ে তার মা সহশিল্পী বন্যা এসে সমস্যার কথা তুলে ধরলে জায়েদ খান আয়ানকে ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা দেন, বন্যাকে দেন এক মাসের বাজার খরচ। এখন থেকে আয়ানের পড়াশোনা ও থাকা-খাওয়ার সব খরচ বহন করবেন জায়েদ। সমিতি নয়, আয়ানের দায়িত্ব তিনি নিজে পালন করবেন বলে রাইজিংবিডিকে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।