৩১ মে থেকে সরকারী অফিস খুলছে, আজ প্রজ্ঞাপন
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ মে ২০২০) : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকেই খুলছে সরকারি সব অফিস। তবে এসময় সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধিসহ সরকারের ঘোষিত নিয়ম।
২৭ মে (বুধবার) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবিসিনিউজবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমোদন দেয়া এ সংক্রান্ত ফাইল আমরা পেয়েছি। ২৮ মে (বৃহস্পতিবার) নির্দেশনার প্রজ্ঞাপন জারি করতে পারব বলে আশা করছি।’ প্রতিমন্ত্রী আরো বলেন, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘ছুটি ৩০ মে শেষ হচ্ছে। ছুটি আর বাড়ছে না। কিন্তু কিছু বিধি-নিষেধসহ নাগরিক জীবন সুরক্ষিত রেখে আমরা সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে যাচ্ছি। তবে সবকিছু একেবারে খুলে দেয়া হচ্ছে না। আমরা খুলতে যাচ্ছি তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে।’
তিনি বলেন, ‘সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চালু হবে। তবে বয়স্ক মানুষ, অসুস্থ এবং সন্তানসম্ভবা নারীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন।’