বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলা স্বাধীন হওয়ারও ১৩ বছর আগে, ‘তোমার আমার’ ছবিতে খল চরিত্রে তার আবির্ভাব। এর পরের অর্ধশতক দর্শক তাকে দেখেছে একজন নায়ক হিসাবে। তাদের হৃদয়ে অভিনেতা আনোয়ার হোসেন ঠাঁই পেয়েছেন বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’ পরিচয়ে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই অভিনেতার। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
ভোরে আনোয়ার হোসেনের কফিন নিয়ে যাওয়া হয় তার কলাবাগানের বাসায়। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এই অভিনেতাকে শেষবারের মতো দেখতে সেখানে ছুটে যান ।
শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে প্রথম জানাজা শেষে আনোয়ার হোসেনকে নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। সেখানে দ্বিতীয় জানাজার পর তার কফিন নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন আনোয়ার হোসেন।