‘অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ জুন ২০২০) :
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তাদের সাথে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এছাড়া করোনা সংক্রমণ রোধে সবাই সচেতন না হলে জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকার আরও কঠোর হতে বাধ্য হবে বলেও জানান কাদের।
তিনি বলেন, ‘সরকার করোনা সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং করছে। শেখ হাসিনা সরকার জনগণের পাশে আছে। ক্রমঅবনতিশীল এ পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা ও নানান দিক বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক বা জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে।’
করোনা সংকট সমাধানে বিশ্বের বিভিন্ন দেশের বিরোধীদলসমূহ সরকারকে সহায়তা করতে নানামুখী উদ্যোগ গ্রহন করলেও, বিএনপি এক্ষেত্রে সার্কাসের হাতির মতো সমালোচনার বৃত্তেই আবর্তিত হয়ে আছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘এ সংকটে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছে সম্ভাবনায় রুপ দিতে, অথচ বিএনপি এ সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’
স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দিয়ে, অঞ্চলভিত্তিক তদারকির মাধ্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।