নিরপেক্ষ ভেন্যুতে বসুন্ধরার বাকি ৫ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ জুন ২০২০) : এএফসি কাপের প্রথম ম্যাচে টিসির বিপক্ষে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড জুটি হার্নান বার্কোস ও কলিনদ্রেস। ম্যাচে ৪ গোল করেছিলেন বার্কোস। বসুন্ধরা জিতেছিল ৫-১ গোলে।

করোনাকালে বিশ্বের নানা প্রান্তে খেলা শুরুর উদ্যোগ শুরু হচ্ছে আবার। কোথাও কোথাও শুরুও হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসিও নড়চড়ে বসেছে। এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এএফসি কাপের গ্রুপ পর্ব আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে শেষ করতে চায়। দক্ষিণ এশিয়ার ৩ দেশ ভারত, বাংলাদেশ ও মালদ্বীপের ৪ ক্লাব ও সংশ্লিষ্ট ফেডারেশনের আজ এএফসির অনলাইন সভা শেষে এমনটাই জানা গেছে।

সভার এএফসি কাপের বাকি ম্যাচগুলো কীভাবে শেষ করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটি হোম অ্যান্ড অ্যাওয়ে টুর্নামেন্ট। কিন্তু কোনো দেশেই এই করোনাকালে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলতে রাজি নয়। ফলে বিকল্প হিসেবে তিন দেশের কোনো একটি দেশ স্বাগতিক হতে পারে এমন প্রস্তাব আসে। টুর্নামেন্ট আকারে সব ম্যাচ একবারেই আয়োজনের কথা বলা হয়। যাতে কোনো ক্লাবকেই বেশি ভ্রমণ করতে না হয়। তবে এখন স্বাগতিক হতে রাজি নয় এখন আসলে কোনো ক্লাব বা দেশই।

ভারতে করোনার পরিস্থিতি ভালো নয়। তারা স্বাগতিক হবে না বলে দিয়েছে। বাংলাদেশও রাজি নন। এ অবস্থায় নিরপেক্ষ কোনো দেশে ম্যাচগুলো হতে পারে। বিবেচনায় আছে মালয়েশিয়া। এ ব্যাপারে ক্লাবগুলোর চূড়ান্ত মতামত জানতে কয়েক দিনের মধ্যে চিঠি দেবে এএফসি। পাশাপাশি এএফসি বলেছে, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্য গ্রুপ পর্ব শেষ করে এ বছরই এএফসি কাপের চূড়ান্ত পর্বও শেষ করার পরিকল্পনা এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির। ক্লাবগুলোর সুবিধার্থে খেলা শুরুর আগে একটি উইন্ডো খোলা হবে। যাতে ক্লাবগুলো বিদেশ ফুটবলার রদবদল করতে পারে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ