সড়ক দুর্ঘটনায় ৭ জেলায় ১১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ জুন ২০২০) : ভোলার লালমোহনে দুই মোটরসাইকেল আরোহী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রলিচাপায় এক শিশু, পাবনার ঈশ্বরদীতে এক স্কুলছাত্র ও রিকশাচালক, লক্ষীপুরের কমলনগরে এক মোটরসাইকেল আরোহী, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক মোটরসাইকেল আরোহী, গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মোটরসাইকেল আরোহী, মানিকগঞ্জে দুই শিশু ও টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এসব নিহতের ঘটনা ঘটেছে। বিস্তারিত জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো সংবাদে-
ভোলা প্রতিনিধি জানান, জেলার লালমোহন উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, রুবেল চন্দ্র মজুমদার (২৩) ও মো. জাকির (৩৫)। এছাড়াও এ ঘটনায় মো. রাকিব (২২) ও খোকন কবিরাজ (৪৫) নামে দুইজন আহত হয়ে ভোলা সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রুবেল লালমোহন পৌর ২নং ওয়ার্ডের বাবুল চন্দ্র মজুমদারের ছেলে ও জাকির চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নীল কমল ইউনিয়নের বাসিন্দা বশির আলমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে রুবেল চন্দ্র মজুমদার খোকন কবিরাজকে নিয়ে লালমোহন ও জাকির রাকিবকে নিয়ে ভোলা যাচ্ছিলেন। উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় ঘটে। এতে রুবেল চন্দ্র মজুমদার ও আরেক চালক মো. জাকিরসহ দুই মোটরসাইকেলে থাকা রাকিব ও খোকন কবিরাজ আহত হয়।
পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রুবেল চন্দ্র মজুমদারের মৃত্যু হয় এবং সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. জাকিরের মৃত্য হয়।