দুর্নীতিসহায়ক বাজেট সংশোধন করুন : টিআইবি
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা ১৩ জুন ২০২০) : দুর্যোগকালীন জাতীয় বাজেটে সম্পূর্ণ বিপরীতমুখী এবং সরাসরি দুর্নীতিসহায়ক একটি হতাশাব্যঞ্জক অবস্থান দেখলাম বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সরকারের ঘোষিত বাজটে সম্পর্কে তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারিকে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। আর এই মহামারি মোকাবিলায় সব পর্যায়ে স্বাভাবিক সময়ের তুলনায় আরও বেশি উচ্চমাত্রার সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহি অপরিহার্য। আর এ বিষয়ে আমরা সংকটের শুরু থেকেই সরকারের মনোযোগ আকর্ষণ করে চলেছি। এর প্রতিফলনও দেখেছি প্রধানমন্ত্রীর ঘোষণায়। তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই দুর্যোগ মোকাবিলার কোনো কার্যক্রমে দুর্নীতি সহ্য করা হবে না। অথচ দুর্যোগকালীন জাতীয় বাজেটে তার সম্পূর্ণ বিপরীতমুখী, সরাসরি দুর্নীতিসহায়ক একটি হতাশাব্যঞ্জক অবস্থান আমরা দেখলাম।
বিপর্যস্ত অর্থনীতিকে সচল করা, রাজস্ব আয় বাড়ানো, বিনিয়োগ আকৃষ্ট করা ও কর্মসংস্থানের নামে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা সাদা করার যে সুবিধা বরাবর দেওয়া আছে, তা আরও বাড়ানো হলো। আবার অর্থ পাচারের মতো অপরাধকে ৫০ শতাংশ করের মাধ্যমে বৈধতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
অর্থাৎ এ রকম এক গুরুতর অপরাধকে কেবল জবাবদিহি কর আদায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে এ ক্ষেত্রে আইনের শাসন আর আন্তর্জাতিক অঙ্গীকারের কী দশা হবে বাজেট–প্রণেতারা ভেবেছেন বলে মনে হচ্ছে না। যেভাবেই এর পক্ষে ব্যাখ্যা দেওয়া হোক না কেন, এর ফলে নিয়ন্ত্রণের পরিবর্তে বরং অর্থ পাচারের এক মহোৎসবের সুযোগ তৈরি হবে। প্রস্তাবগুলো দুর্নীতিসহায়ক, স্ববিরোধী, বৈষম্যমূলক ও সংবিধান-পরিপন্থী।