উপেক্ষিত ইউজিসির নির্দেশনা, ফি আদায়ে চলছে মানসিক চাপ!
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা ২৪ জুন ২০২০) : অনলাইনে পাঠদান, পরীক্ষা ও শিক্ষার্থী ভর্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মানছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সেমিস্টার শেষ করা এবং শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে ভর্তি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে তারা। যদিও ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছিল, চলমান সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশন ও ক্লাস করার সুযোগ পাবেন। এসব বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে সাধারণ বিজ্ঞপ্তিও জারি করে ইউজিসি।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে গত ৭ মে ইউজিসির পক্ষ থেকে ২৩টি নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় চলমান সেমিস্টারের শিক্ষা কার্যক্রম অনলাইনে সন্তোষজনকভাবে পরিচালনা করছে, সেসব বিশ্ববিদ্যালয়ে এটি চলমান থাকবে। তবে ল্যাবরেটরিভিত্তিক কোর্সের ব্যবহারিক ক্লাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, কমিশনের নির্দেশনা অনুযায়ী করোনাকালে সেমিস্টারের কোর্সগুলোর অসমাপ্ত পাঠ্যসূচির ওপর অনলাইনে পাঠদান চলবে। তবে সেমিস্টার শেষ হলেও ফাইনাল পরীক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে আয়োজন করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোতে সব পর্যায়ের পরীক্ষা ও মূল্যায়ন আগের নিয়ম অনুযায়ী চলবে।
‘করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ে মানসিক চাপ প্রদান করা সমীচীন নয়’ উল্লেখ করে তা পরিহার করে মানবিক আচরণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন পরিশোধের নির্দেশ দেয় ইউজিসি।
এদিকে করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী সেমিস্টার ফি পরিশোধ করতে পারেননি, দ্রুত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধে বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা টাকা দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের ফলাফল আটকে দেয়া হচ্ছে। ফলে ওইসব শিক্ষার্থীর পরবর্তী সেমিস্টারে ভর্তিও আটকে যাচ্ছে। ফলাফল পাওয়ার পরও টাকার অভাবে অনেকে পরবর্তী সেমিস্টারে ভর্তি হতে পারছেন না— এমন অভিযোগ অনেক শিক্ষার্থীর।
অথচ নতুন শিক্ষার্থী ভর্তি ও পরবর্তী সেমিস্টার শুরু সংক্রান্ত বিষয়ে ইউজিসির নির্দেশনায় (অনুচ্ছেদ- ২) বলা আছে, চলমান সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশন ও ক্লাস করার সুযোগ পাবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউজিসির নির্দেশনা অমান্য করে নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি আদায়ে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হেলথ সাইন্স কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জানিয়েছে যে, টিউশন ফি জমা না দিলে আগামী মাস থেকে ক্লাস করতে দেয়া হবে না।