হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ জুলাই ২০২০) : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গী হামলার চার বছর পূর্ণ হলো বুধবার (১ জুলাই)।

৪ বছর আগে ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ভয়াবহ ওই হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ।

সেদিন জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

ভয়ঙ্কর ওই হামলার চারবছর পূর্তি উপলক্ষে বুধবার গুলশানের ৭৯ নম্বর রোডের এ রেস্তোরাঁয় নিহতদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন দেশের কূটনীতিকরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনী ও সংগঠন থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে আলোচিত ওই মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকর করাত অপেক্ষায় রয়েছে সমগ্র জাতি।

টানা এক বছর বিচার শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর মামলাটির রায় ঘোষণা করা হয়। বিচারিক আদালতের রায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ