২৪ ঘন্টায় মৃত্যু ৩৯, শনাক্ত ৩০৯৯

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ জুলাই ২০২০) : দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৯ জন।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৩৯১ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের।

আজকের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। মোট সুস্থ ৯৮ হাজার ৩১৭ জন।

রোববার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৬৬৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৭ জন।

গতকাল ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি নমুনা।

দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে অনলাইন ব্রিফিংয়ে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, নমুনা ও পরীক্ষার সংখ্যা আগের চেয়ে কমেছে। দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। ফি নির্ধারণ করায় এটা কমতে পারে। মানুষও আগের চেয়ে আগ্রহ কম দেখাচ্ছে। বেলা একটার পর বুথে লাইন থাকছে না। আগ্রহ একেবারেই কমে গেছে। এসব কারণেই পরীক্ষা কমে গেছে। সবাইকে পরীক্ষা করাতে অনুরোধ করেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ