সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অগাস্টে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে এটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব বান কি মুন।
শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিক এক বৈঠকে মহাসচিব মুন একথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
তিনি বলেন, “আমার ধারণা প্রতিবেদনটি ব্যাপক হবে, রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে এটি প্রতিবেদনে বিস্তৃতভাবে উঠে আসবে। তবে প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে প্রকাশ্যে আমি কিছু বলব না।”
সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
২১ অগাস্ট দামেস্কের প্রান্তে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘৌতা এলাকায় চালানো এ হামলার জন্য কারা দায়ী তা এ প্রতিবেদনের আওতা বহির্ভূত হওয়ায় সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি মুন।
তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ “মানবতাবিরোধী অপরাধে” অপরাধী বলে উল্লেখ করেছেন তিনি।
ঘৌতায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ১৪শ’রও বেশি বেসামরিক মানুষকে হত্যার দায়ে আসাদ সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অভিযোগ অস্বীকার করে সরকার এর দায় বিদ্রোহীদের ওপর চাপিয়েছে।
বান বলেন, “আমি নিশ্চিত সবকিছু পরিষ্কার হওয়ার পর এ বিষয়ে জবাবদিহিতার প্রক্রিয়াটি শুরু হবে।”
তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র তদন্তকারী দলের প্রধান আকে সেলস্ট্রম।
তিনি বলেন, “এটা শেষ হয়েছে, তবে কখন এটি প্রকাশ করা হবে তা মহাসচিবের ওপর নির্ভর করছে।”
জাতিসংঘের জ্যেষ্ঠ এক কূটনীতিক বিবিসিকে জানিয়েছেন, সোমবার নিউইয়র্ক সময় সকাল ১১টায় প্রতিবেদনটির বিষয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের অবহিত করবেন মহাসচিব।