জামিন নামঞ্জুর, কারাগারে সাবরিনা
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ জুলাই ২০২০) : দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। এসময় ডা. সাবরিনাকে কারাগারে রাখার আবেদন করেনন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে সাবরিনার আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ জুলাই প্রথম দফায় তিন দিন ও ১৭ জুলাই দ্বিতীয় দফায় দু’দিন মোট পাঁচ দিনের রিমান্ডে ছিলেন ডাক্তার সাবরিনা। রিমান্ডে তিনি জেকেজির করোনা টেস্টের প্রতারণার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে জানিয়েছে পুলিশ।
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ১২ জুলাই দুপুরে ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২২ জুন বেসরকারি জেকেজি হেলথ কেয়ারে অভিযান চালায় র্যাব। এতে ওই প্রতিষ্ঠান ও তার কর্ণধারদের প্রতারণার সব তথ্য বেরিয়ে আসে।
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন। এছাড়া সাবরিনার স্বামী ওভাল গ্রুপের চেয়ারম্যান ও জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।