কঠিন সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারতেন বঙ্গমাতা : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ আগস্ট ২০২০) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রাজনৈতিক প্রজ্ঞার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও কিন্তু অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। সেখানে আমার মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অঙ্গনে যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়—সেখানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ‘আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও কিন্তু অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন। সেখানে আমার মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। ’
আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি না নেওয়ার পরামর্শ বঙ্গমাতা দিয়েছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখন আমাদের নেতারা আব্বাকে জোর করছিলেন, আইয়ুব খান প্যারোলে নিয়ে গোলটেবিল বৈঠকে বসার জন্য। আমার মা সাথে সাথে নিষেধ করে বলেন, জনগণ আমাদের সাথে আছে। কাজেই তিনি যেন না যান। আমার বাবা যাননি। যার জন্য এই মামলা তুলে নিতে বাধ্য হয় আইয়ুব খান। সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়।

সেটা যদি না হতো তবে আগরতলা মামলার ৩৫ জন আসামি, সার্জেন্ট জহুরুল হককে বন্দী অবস্থায় হত্যা করা হলো। বাকি ৩৪ জন, আমার আব্বা যদি যেতেন সেখানে (প্যারোলে) তবে বাকিদের ভাগ্যে কী ঘটতো সেটা আপনারা বুঝতেই পারেন। তাদের আর জীবন নিয়ে ফিরে আসতে হতো না। কিন্তু আমার মা তাদের ফিরিয়েছিলেন। কারণ সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন বলেই মামলা প্রত্যাহার হয়েছিল এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসটাই পরিবর্তন হয়ে যায়। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘এরপর ’৭০ এর নির্বাচন, সেই নির্বাচনেও অনেকে বলেছিল নির্বাচন না করার। আন্দোলন করা। আমার বাবা তখন বলেছিলেন না, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নেতৃত্ব কে দেবে সেটা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। তখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেওয়া যাবে। আমার মা সবসময় আমার বাবার এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ