শেখ পরশ এর নেতৃত্বে সুসংগঠিত যুবলীগ

সাইফুর রহমান, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পঁচাত্তর এর ১৫ ই আগস্টের ভয়ঙ্কর ট্রাজেডিতে বাবা-মাকে হারানো শেখ ফজলে শামস পরশ ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজের থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

এরপর যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেয়ার পর দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন তিনি।
রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির মাঠে দেখা যেত না তাকে। এমনকি ছোটভাই তাপসের নির্বাচনী প্রচারেও তাকে খুব-একটা নামতে দেখা যায়নি।

ভাবমূর্তি সঙ্কটে থাকা যুবলীগকে উদ্ধারে ফুপু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ ফজলে শামস পরশ রাজনীতিতে সক্রিয় হয়। দায়িত্ব পান আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন যুবলীগ চেয়ারম্যানের । এখনো এক বছর পূর্ণ হয়নি তার কমিটির। ইতিমধ্যেই সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে খুবই কার্যকর এবং প্রশংসনীয় বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। কিন্তু কোথাও চোখ পড়েনি শিরোনামে থাকা সংগঠনের অনিয়ম-দুর্নীতির।

তার নেতৃত্বে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দলীয় সব কর্মসূচি। যার অন্যতম উদাহরণ, অতিসম্প্রতি শেষ হয়ে যাওয়া জাতীয় শোক দিবসের কর্মসূচি।

যিনি কোনোদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। শিক্ষকতা পেশা থেকে সরাসরি যুবলীগের মতো একটি সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে, এত সুন্দর ভাবে সংগঠন পরিচালনা দেখে শেখ -পরশ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

দিনের শুরুতে (১৫ আগস্ট) শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। পরে তারা যান বনানী কবরস্থানে। সেখানে বঙ্গমাতা ও জাতির পিতার পরিবারের সদস্য ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি, তার স্ত্রী আরজু মণির কবরে নেতাকর্মীদের নিয়ে ফুল দেন তারা। পরে সেখানে তারা মোনাজাত ও দোয়ায় অংশ নেন।

আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর কর্তৃক শোকাবহ আগস্ট মাসের কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বনানী রাজউক মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।


এরপর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মিলাদ মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সহসভাপতি সোহরাব হোসেন স্বপন,হারুনুর রশিদ, নাজমুল হোসেন টুটুল,কামাল উদ্দিন খান,মজিব মহসিন পিয়াস,মুরসালিন আহমেদ,যুগ্ন সম্পাদক জাফর আহমেদ রানা,ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু, মোহাম্মদ মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ,সম্পাদক মন্ডলির সদস্য আরমান হক বাবু,এমদাদুল হক, বোরহান উদ্দিন চৌধুরী টোটন,আবুল কাশেম খাঁ,সুজা উদ্দিন আহমেদ হারুন,খন্দকার আরিফুজ্জামান,আলতাফ হোসেন, নজরুল ইসলাম সরকার,শাহজালাল রিপন,রিয়াজ আহমেদ ফালান,সহ-সম্পাদক মোঃ জাকির হোসেনসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।

এছাড়া যুবলীগ আয়োজিত শহীদ মিনারে অসহায়, দুস্থ, পথশিশু ও ভবঘুরে মানুষের মধ্যে খাবার বিতরণ করেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার, যুবলীগের সা‌বেক তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিষয়ক উপ-সম্পাদক মো. শামছুল আলম অ‌নিক, যুবলী‌গের এস এম জা‌বেদ হোসেন লাভলু, যুবলীগ নেতা সফিউল আলম প্রধান কমল, মেহেরুল হাসান সোহেল, মাহবুব আল গ‌নি সো‌হেল, আজিজুর রহমান, ডাকসুর সা‌বেক ক্রিড়া সম্পাদক শা‌কিল আহমেদ তানভীর, শেখ সালেহ উদ্দিন ড্যানিয়েল, জাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহনাজ করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আকরাম হোসেন, ড. মোস্তাফিজার রহমান, ড. মো রায়হান সরকার রেজভী, ইব্রাহিম মিয়া প্রমুখ।
 

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে‌ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। 


এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন এর আয়োজনে দোয়া ও সুষ্ঠুভাবে তোবারক বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। আরো ছিলেন, মহানগর দক্ষিণ যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সবুজবাগ থানা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনির হোসেন, সবুজবাগ থানা আওয়ামী নেতা আক্তারুজ্জামান মিথুন, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল, সবুজবাগ থানা ছাত্রলীগ নেতা খাইরুল আমিন মিঠুসহ অনেকে।

এছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর শক্তিশালী নেতৃত্বে সুষ্ঠুভাবে দিবসটি পালিত হয়েছে। খবর পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ