বখতিয়ার খুনে গৃহকর্মীর স্বামীকে জিজ্ঞাসাবাদ

bokhtiar বখতিয়াররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে কলেজছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় এক গৃহকর্মীর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শুক্রবার ভোররাতে খুন হন মো. বখতিয়ার লতিফ। ঘটনাটিকে ডাকাতি বলে মনে করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম শনিবার সকালে এবিসি নিউজ বিডিকে বলেন, খুনে জড়িতদের ধরতে পুলিশ, সিআইডি ও ডিবির একাধিক দল কাজ করছে।

“ওই বাসায় দুই গৃহকর্মী কাজ করে। এদের একজনের স্বামী রাসেল মিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

মিনহাজ বলেন, রাসেল মাঝে মাঝে এই বাসায় এসে স্ত্রীর কাছে থাকতেন। ডাকাতরা রাতে বাসায় আসার পর প্রথমে রাসেলের কক্ষে যায়। সেখানে গিয়ে রাসেলকে বেঁধে তার পর বখতিয়ারের কক্ষে ঢোকে।

ডাকাতির সময় বাড়িতে বখতিয়ারের মা-বাবা, দাদি ছাড়াও দুই গৃহকর্মী ও রাসেল ছিলেন।

রাত সাড়ে ৩টার দিকে উত্তর যাত্রাবাড়ীর ৯৬ নম্বর বাসায় ঢুকে দুর্বৃত্তরা। বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভীর ভাই।

এ ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে বখতিয়ারের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। মামলায় তার ঘর থেকে ৪ ভরি সোনা ডাকাত দল নিয়ে গেছে বলে উল্লেখ রয়েছে।

পুলিশ কর্মকর্তা মিনহাজুল এবিসি নিউজ বিডিকে বলেন, “প্রথমে ঘটনাটি ডাকাতি কি না, বুঝতে অসুবিধা হলেও তদন্ত থেকে পাওয়া যায় এটি একটি ডাকাতি।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ