আমরা জানতামই না গুম কাকে বলে : ফখরুল

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ আগস্ট ২০২০) : ‘সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করে দেশে একনায়কতন্ত্র চালু করেছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আজকে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, মামলা সংখ্যা এক লাখের উপরে। হাজারও নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা এই পরিস্থিতির সঙ্গে পরিচিতি ছিলাম না। আমরা গুম শব্দটা জানতামই না, জানতাম না গুম কাকে বলে। আজকে আমরা আমাদের নেতাদেরকে গুম হয়ে যেতে দেখেছি।’

দেশের পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার (২০ আগস্ট) এক আলোচনা সভায় (ভার্চুয়াল) বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তারা (সরকার) দখল করে নিয়েছে এবং সেটা দখল করেছে শুধু বন্দুক-পিস্তলের জোরে, টানা ক্ষমতায় থাকার জন্য, একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য। আজকে বাংলাদেশ সত্যিকারার্থেই গণতন্ত্রবিহীন, একটা ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে পরিণত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই অবস্থা থেকে আমাদের বেরোতে হবে। এদেরকে সরাতে হবে, জনগণকে মুক্তি দিতে হবে এবং সেই মুক্তি দিতে হলে জনগণকে জাগিয়ে তুলতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হলে বিএনপিকে আজকে দেশের সমস্ত মানুষকে, সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে পরাজিত করতে হবে।’

তিনি বলেন, ‘আসুন, আজকে এই স্মরণসভায় ব্যারিস্টার সালাম তালুকদারকে অনুসরণ করে আমরা সবাই সচেষ্ট, সক্রিয় হব। তার শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা অবশ্যই জয়ী হব। উই সাল ওভার কাম-এই প্রত্যাশা আমি করছি।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ