দেশে মৃত্যু ছাড়ালো ৪ হাজার, বিশ্বে ছাড়ালো ৮ লাখ ১১ হাজার

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ আগস্ট ২০২০) : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট ৪ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। আর সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ৮ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৪৯৪ জন।

২৫ আগস্ট (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮১ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৩ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ১৬৯ জন পুরুষ এবং ৮৫৯ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৫, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ২, খুলনায় ৪, বরিশালে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪৪ এবং বাড়িতে একজন মারা গেছেন।

অপরদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সারাবিশ্বে ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৪৯৪ জন। এসময়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৮ লাখ ১১ হাজার ৮০১ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৩৯ হাজার ২৬৬ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ২৮৮ জনের। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৬ লাখ ২২ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে ১ লাখ ১৫ হাজার ৩০৯ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। দেশটিতে ৩১ লাখ ৬ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৫৪২ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি চতুর্থ। করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৯ লাখ ৫৯ হাজার ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৬ হাজার ৪০৬ জন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ