সরকার সকলের জীবনমান উন্নয়নে কাজ করছে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

০৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে ক্ষতিগ্রস্ত ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আর্থিক অনুদান এবং দুস্থ ধর্মপ্রাণ ব্যক্তি পুনর্বাসন ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে । সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে মানুষের জীবনমানের অনেক উন্নয়ন ঘটেছে । দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে দেশের জনগণের জীবনমানের আরো উন্নয়ন ঘটাতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছি। ভবিষ্যতে নিরাপত্তা বেষ্টনীর আওতা আরো বৃদ্ধি করা হবে। দেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সমৃদ্ধ দেশ গড়তে মাদক ও দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেয়া যাবে না। এজন্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনগণের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো ধরনের অন্যায় অবিচার কঠোর হাতে দমন করা হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ককর্মকর্তবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ