‘মা’ আমার মাথায় আশীর্বাদের হাত রেখেই ইহলোক ছাড়লো: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের মা “শিরিয়া খানম” বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

১৬ সেপ্টেম্বর (বুধবার) চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করলেন এই “মা”। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর । ৩ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন মরহুমা ।

এদিকে প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের চিরবিদায়ের কথা জানিয়ে আবেগঘন বার্তায় তার মায়ের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

তিনি লিখেছেন,”আমার মমতাময়ী জননী শিরিয়া খানম আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বার্ধক্য জনিত কারণে আম্মা কিছুদিন অসুস্থ ছিলেন। গতকাল মঙ্গলবার যখন আম্মাকে দেখতে যাই আম্মা তখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকরা ছাড়পত্র দেয়ায় আজই তার বাসায় ফেরার কথা ছিলো। কিন্তু মা আর ফিরলেন না। আমাকে অভিভাবকহীন করে চলে গেলেন চিরতরে। আমার মাথায় আশীর্বাদের ছায়া রেখেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। মা আমাদের মানুষ করেছিলেন। সেই মা চলে যাওয়ায় মাথা থেকে যেন একটা ছায়া সরে গেল। আজ বুধবার বাদ এশা তালবাগ কবরস্থান মাঠে জানাজা শেষে আমার বোনের কবরেই মাকে দাফন করা হবে।”
সবাই আম্মার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ