কঠিন শর্তে শ্রীলংকা সফর সম্ভব নয় : পাপন
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ সেপ্টেম্বর ২০২০) : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সফরের জন্য শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বেঁধে দেয়া শর্তাবলী মেনে নেয়া অসম্ভব বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি পরিচালনা পর্ষদ ও অন্যান্য উচ্চ-কর্মকর্তাদের নিয়ে হওয়া এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে এসএলসিকে নিজেদের সিদ্বান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এসএলসি যে শর্তাবলী দিয়েছে তা বিরল এবং শ্রীলংকা যদি এই শর্তে অটুট থাকে তবে সফর করা সম্ভব নয়।
সমস্যাটি হল শ্রীলংকা সফরে বাংলাদেশের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং সেই সময় কঠোর প্রটোকল মেনে হোটেলের মধ্যে বন্দি থাকতে হবে তাদের। তাই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে, সিরিজের জন্য প্রস্তুতি নেয়া কঠেন হয়ে যাবে।
কোভিড-১৯এর প্রার্দুভাবের পর থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা ক্রিকেট থেকে দূরে আছেন।
প্রাথমিকভাবে বিসিবি জানিয়েছিলো, আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলংকায় পৌঁছে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে চায় এবং পরের দিন থেকে অনুশীলনে নামতে চায়। সম্ভাব্য সুচি অনুযায়ী ২৩ অক্টোবর থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।