সংসদে ফেরার সিদ্ধান্ত সরকারের ওপর

faruk bnp ফারুক বিএনপিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্দলীয় সরকারের বিল উত্থাপন হলেই তারা সংসদে ফিরে যাবেন।

সংসদের শেষ অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

ফারুক বলেন, “কাল আবার সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আমরা সংসদে ফিরে যেতে চাই। সংসদে যাওয়ার বিষয়টি সরকারের বিল আনার ওপর নির্ভর করছে।”

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে তাদের যে কোনো প্রস্তাব সংসদে তোলার আহ্বান জানিয়ে আসছে সরকারি দল।

তবে বিএনপি বলছে, সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংবিধান সংশোধনের বিল সরকারি দলকেই তুলতে হবে।

বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, “আমরা চাই, যে সংখ্যাগরিষ্ঠতার জোরে যে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করা হয়েছে, তা আবার ফিরিয়ে আনা হোক।

“আমরা সংসদে যাব, তবে কবে যাব, তা নির্ভর করছে সরকারের কার্যক্রমের ওপর। প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাচ্ছেন। আমরা চাই, এর আগে তিনি আইনমন্ত্রীকে নির্দলীয় সরকারের বিল প্রণয়নের জন্য নির্দেশনা দিয়ে যাবেন।”

ফারুক দাবি করেন, বর্তমান সঙ্কটের বিষয়ে মন্ত্রী-উপদেষ্টারা প্রধানমন্ত্রীকে ‘সঠিক’ তথ্য দিচ্ছে না।

“আওয়ামী লীগের তৃণমূল নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবির ওই আলোচনায় ফারুক ছাড়াও বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন বকুল, এম এ হান্নান, শাহজাহান সম্রাট, কবিরুল হায়দার চৌধুরী, রমজান আলী ভুঁইয়া প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ