সরকারি শিশু পরিবারগুলোতে নিরাপত্তা বাড়ানো হবে : সমাজকল্যাণসচিব

মৌলভীবাজার প্রতিনিধি, এবিসি নিউজ বিডি ঢাকাঃ দেশের সরকারি শিশু পরিবারগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী৷

১২ অক্টোবর (সোমবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি শিশু পরিবার (বালিকা) ভবন পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দু’দিনব্যাপী সফরের অংশ হিসেবে এর আগে সিলেটের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সমাজকল্যাণসচিব।
জয়নুল বারী বলেন, সম্প্রতি যশোরে শিশু পরিবারে অপ্রীতিকর ঘটনার পর থেকে সবাই তৎপর হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য সবাই সচেতন আছে। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালকসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ