ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,ঢাকাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের সাথেvতুরস্কের রাষ্ট্রদূত Mustafa Osman Turan এর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে ।
১৪ অক্টোবর( বুধবার) ঢাকায় প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের অফিসকক্ষে প্রতিনিধিদলের অন্য সদস্য TIKA’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর Ismail Gundogdu কে নিয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ । স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে এবং যেকোনো দুর্যোগে তুরস্ককে পাশে পেয়েছে বাংলাদেশ । বিশেষ করে রোহিঙ্গা সংকট উত্তরণে তুরস্কের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় । কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের হাসপাতাল টির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন,গত বছর আমি নিজে হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছি । রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় হাসপাতালটি সুনামের সহিত কাজ করছে । তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এক লক্ষ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে । তবে সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তাদের নিজ দেশ মায়ানমারে প্রত্যাবর্তন বা ফেরত পাঠানো ।
প্রতিমন্ত্রী আরো বলেন, এদেশের প্রতিটি গৃহহীন পরিবার যাতে দুর্যোগ সহনীয় ঘর পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে । ভূমিহীন পরিবারকে জমি প্রদান পূর্বক সেখানে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দিবে সরকার । প্রতিটি ঘরের নির্মাণ খরচ হবে এক লক্ষ ৭১ হাজার টাকা । বর্তমান অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশে ১৭ হাজার পাঁচ টি ঘর তৈরি করে দিবে।
তুরস্কের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের প্রশংসা করেন । এ দেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন । বিশেষ করে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর তৈরীর ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করতে চায় বলে উল্লেখ করেন । এ বিষয়ে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করে ।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন উপস্থিত ছিলেন ।