দুর্বৃত্তদের চিহ্নিত করে নির্মূল করা হবে: বেনজীর

image_26459রাজধানীতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী বা দুর্বৃত্তদের  চিহ্নিত করে নির্মূল করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

সিটিজেনস সেফটি সেন্টার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, “গত এক সপ্তাহ ধরে অপতৎপরতাকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এতে বেশ কিছু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ৬ জন মারা গেছেন। এ ধরনের অপতৎপরতা রোধ করতে হলে সবার সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাস্তাঘাটে পুলিশের ওপর হামলা, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এধরণের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।”

তিনি বলেন, “সম্মানিত নগরবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নাগরিকরা যাতে বাড়িতে, রাস্তায়, অফিসে নিরাপদ থাকতে পারেন সেজন্য কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের পাশাপাশি সিটিজেনস্ সেফটি সেন্টার তৈরি করা হয়েছে। এর পাশাপশি পাড়া, মহল্লার ‘নাগরিক কমিটি’ গঠন করা হবে।”

নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যে যেই এলাকায় বাস করেন, সে সেই এলাকার দুর্বৃত্তদের চিহ্নিত করে পুলিশের কাছে সোপর্দ করার অথবা কোনো অপতৎপরতা পরিলক্ষিত হলে সিটিসজেনস্ সেফটি সেন্টারে জানানোর অনুরোধ করা যাচ্ছে। এক্ষেত্রে তথ্যদাতাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।”

অভিযোগ জানানো জন্যে যোগাযোগ করা যাবে, মোবাইল নম্বর- ০১১৯২১১১১২৩, ০১১৯২১১১১২৪,০১১৯২১১১১২৫, ০১১৯২১১১১২৯ এবং সরাসরি ফোন নম্বর- ৯৩৬১০১৬ এবং ফ্যাক্স নম্বর- ৮৩৩৩৩২৮।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ