১৭ কোটি মানুষের হৃদয়ের অনুভূতি শেখ হাসিনা

লালমনিরহাট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষের হৃদয়ের অনুভূতি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সোমবার (২ নভেম্বর) বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর যারা এদেশকে নিয়ে তাচ্ছিল্য করে বলেছিল বাংলাদেশ হবে তলাবিহীন ঝুঁড়ি, তারাই আজকে বাংলাদেশের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমাজকল্যান মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পরে আমাদের দলের দুর্ভোগ গেছে। তখন আওয়ামী লীগের পরিচয় দিলে লাঞ্চিত হতে হয়েছে, বঞ্চনার শিকার হতে হয়েছে। পাকিস্তানি দোসর বিএনপি-জামায়াত ভেবেছিল আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু এখন প্রধানমন্ত্রী ১৭ কোটি মানুষের হৃদয়ের অনুভুতি হয়েছে।।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দেশ পরিচালনায় আজ “তলাবিহীন ঝুঁড়ি উপচে পড়া ঝুঁড়িতে পরিণত” হয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর যে সরকারগুলো দেশ পরিচালনা করেছেন তারা স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। প্রধানমন্ত্রী ১৭ কোটি মানুষের হৃদয়ের অনুভুতি বুঝেন এবং সেলক্ষ্যে জনগণের চাওয়া পাওয়াকে সামনে রেখে সকল বাঁধা অতিক্রম করে দেশকে উন্নতির শিকঁড়ে নিয়ে গেছেন।

কালীগঞ্জ উপজেলার দপ্তর প্রধানদের উদ্যাশে মন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য আপনাদেরকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোভিড-১৯ মোকাবেলায় অতীতের ন্যায় সামনের দেনগুলোতেও সাহসের সাথে জনগণের পাশে দাঁড়াতে হবে।
এর আগে মন্ত্রী উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ