স্বেচ্ছাসেবক লীগে কোন অনুপ্রবেশকারীর ঠাই হবে না: নির্মল রঞ্জন গুহ
ঝিনাইদহ প্রতিনিধি, এবিসি নিউজ বিডি ঢাকাঃ
স্বেচ্ছাসেবক লীগে কোন অনুপ্রবেশকারী,হাইব্রিড, মাদক ব্যবসায়ী,সন্ত্রাস ও দূর্নীতিবাজের ঠাঁই হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।
০৬ নভেম্বর (শুক্রবার) ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মুজিববর্ষ উৎসব ২০২০ এর শুভ উদ্বোধনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে নির্মল রঞ্জন গুহ, স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেবার ব্রত নিয়ে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পারভীন জাহান কল্পনা,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার মেয়র, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ আজ কোন স্বপ্ন নয়! জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির অব্যাহত গুজব সন্ত্রাস রুখে দিতে নেতাকর্মীদের তথ্য প্রযুক্তিতে আরো কর্মদক্ষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেই লক্ষে তথ্য প্রযুক্তি বিষয়ে বাস্তব প্রশিক্ষন গ্রহনের আহবান জানান নেতাকর্মীদের। তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির গুজব সন্ত্রাসের জবাব দিতে হবে।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান খান ইরান, শাহ জালাল মুকুল সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব রহমান খোকন, সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান বাদশা।