বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে কটুক্তিতে স্বেচ্ছাসেবকলীগের দেশব্যাপী প্রতিবাদের ডাক
এবিসিনিউজবিডিডেক্সঃ
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি, জামাতের মদদ—পুষ্ট ধর্মীয় লেবাসধারী কতিপয় ব্যক্তি জনমনে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে উগ্র, ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেশব্যাপী সকল জেলা, মহানগর ও বিভাগীয় শহরে আগামী ২৯ নভেম্বর ২০২০ইং
রবিবার সকাল ১১.০০ হতে ১২.০০ পর্যন্ত মৌলবাদী, জঙ্গি, ধর্মব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ। বিজ্ঞপ্তিতে জানানো হয়,
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সম্মুখে উক্ত মানববন্ধন কর্মসূচী উল্লেখিত সময়ে অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের ব্যানারে প্রতিটি জেলা, মহানগর ও বিভাগীয় শহরে উপরোক্ত সময়ে উক্ত কর্মসূচী পালনের নির্দেশনা প্রদান করেছেন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর—দক্ষিণের সকল নেতাকমীর্দের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।