মিথ্যা তথ্যের সংবাদ প্রকাশ না করায় সাংবাদিকে নিয়ে বিষোদগার, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০ ডিসেম্বর) : সাংবাদিকদের মাঝে বিরাজমান সৌহার্দপূর্ণ সম্পর্ক নষ্টের লক্ষ্যে মিথ্যা ও গুজব ছড়ানো এবং বিষোদগার করায় রাজধানীর শাহবাগ ও পল্টন থানায় সাধারণ ডাইরি করেছেন এক সাংবাদিক। গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এবং এর দু’দিন আগে (২৭ ডিসেম্বর) এ বিষয়ে দৈনিক আমার বার্তা’র বিশেষ প্রতিবেদক মেহ্দী আজাদ মাসুম বনানীর ‘এডাব্লুআর’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা জহুরুল ইসলাম জহির এর বিরুদ্ধে সাধারণ ডাইরি করেন। দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগের বিষয়টি তদন্তে দিয়েছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সংবাদ সংগ্রহের সুত্র ধরে পরিচয় হওয়া এডাব্লুআরের কর্মকর্তা ও ফোর জেড ইন্টারন্যাশনালের এমডি জহুরুল ইসলাম জহির তার সাবেক স্ত্রীর বিষয়ে মিথ্যা তথ্যের সংবাদ প্রকাশে অনুরোধ জানান। পরে খোঁজ নিয়ে জহিরের দেয়া তথ্যের কোন সত্যতা না পেয়ে সংবাদ প্রকাশে মেহ্দী অপারগতা প্রকাশ করেন। এতে জহুরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে এই সাংবাদিকের বিরুদ্ধে উদ্দ্যেশ্য-প্রনোদিতভাবে নানা ধরনের মিথ্যা তথ্যের প্রচারণা চালাচ্ছেন। শুধু তাই নয়, তিনি কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে মেহ্দী আজাদ মাসুমের বিরাজমান সৌহার্দপূর্ণ সম্পর্ক নষ্টের পায়তারা চালাচ্ছেন। তিনি সাংবাদিকদের নিয়ে গুজবও রটাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।